Street child
ADDITIONAL INFO :
Donate System :
Nagod 01872792184 ( personal)
Donate Details :
খুব জরুরী হেল্প প্রয়োজন আল্লাহর রাস্তা আপনারা এগিয়ে আসুন। বাচ্চাটার জীবন মরা সব আপনাদের কাছে। ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ও দ্বীনদার ব্যক্তির নজরে আসবেই ইনশাআল্লাহ ফেতরা বা যাকাত হিসাবে হৃদয় বান ব্যক্তিরা দয়া করে এগিয়ে আসুন,,, বাচ্চাটির শরিরের প্রায় ৬০% পুড়ে গেছে,,, সার্জারি করতে তিন লক্ষ্য বিশ হাজার টাকার মতো লাগতে পারে বলে ডাক্তার জানিয়েছে,,,, এই বাচ্চাটির পরিবার সবার কাছে দোয়া প্রাথী সবাই দোয়া করবেন আর সবাই ২০,৫০,১০০,৫০০,১০০০/- জাই পারি না কেনো দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দরিদ্র বাবার পক্ষে বাচ্চাটিকে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না,, তাই সবাই একটু সাহায্য সহযোগিতা করি, হতে পারে আপনার একটু সাহায্য বাচ্চাটিকে সুস্থ করতে পারে।মেয়েটির বাবা একজন রিক্সা চালক। বাড়ি ঠিকানা:- কুড়িগ্রাম , শম্ভুগঞ্জ চর কালীবাড়ি । বাচ্চার নাম:- তানহা বাবার নাম:- মোঃ মানিক সাহায্য করতেঃ (বাচ্চার বাবা) এই নাম্বারটা বাচ্চার বাবার তার কোন ফোন নাই তাই নাম্বারটা অফ থাকে দানশীল ব্যক্তিরা এই নাম্বারে টাকা দিতে পারে। নগদ নং : 01872792184 (পার্সোনাল) চিকিৎসা : বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। সবাই বাচ্চাটির জন্য দোয়া ও সুস্থতা কামনা করবেন। আমিন।
See Our Social Platform